করোনাকালে সারাহ রিসোর্ট বাফুফের একোমোডেশন পার্টনার

ফুটবল, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-31 20:26:36

বাংলাদেশ ফুটবলের সহযোগী হয়েছে সারাহ রিসোর্ট লিমিটেড। করোনাকালের এই সময়টায় অনুশীলন এবং ফুটবলারদের জন্য আবাসিক ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে এই রিসোর্ট। সারাহ রিসোর্ট লিমিটেড এখন বাংলাদেশ ফুটবল দলের ‘এক্সক্লুসিভ একোমোডেশন পার্টনার’।

এই উপলক্ষে ৬ আগস্ট, বৃহস্পতিবার বাফুফে এবং সারাহ রিসোর্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। বাফুফে ভবনে এই চুক্তি করেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি। সারাহ রিসোর্ট লিঃ’র পক্ষে স্বাক্ষর করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন।

এই চুক্তির আওতায় ‘এক্সক্লুসিভ একোমোডেশন পার্টনার’ হিসেবে সারাহ রিসোর্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে হেলথ ক্লাব, সুইমিং পুল, ইনডোর গেম, ফুটবল গ্রাউন্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি তাবিথ আউয়াল, সদস্য আমিরুল ইসলাম বাবু এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং সারাহ রিসোর্ট লিঃ’র পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, ব্র্যান্ডিং, সেলস এন্ড রিজার্ভেশন, ফর্টিজ গ্রুপের আহমদ রাকিব।

এ সম্পর্কিত আরও খবর