বেনজেমার জোড়া গোল, উড়ছে রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:43:58

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাবটা কাটিয়ে উঠছে রিয়াল মাদ্রিদ। গ্যারাথ বেল আর করিম বেনজেমারা দ্বায়িত্বটা নিচ্ছেন। তারই পথ ধরে মৌসুমের শুরুতেই চেনা পথে আছে সান্টিয়াগো বার্নাব্যুর দলটি।

শনিবার রাতে নিজেদের মাঠে ৪-১ গোলে লেগানেসকে হারিয়েছে রিয়াল। এর অর্থ স্প্যানিশ লা লিগায় তিন ম্যাচ খেলে তুলে নিয়েছে তিনটি জয়।

উড়ন্ত রিয়ালের হয়ে জোড়া গোল পেয়েছেন করিম বেনজেমা। অন্য দুটি গোল করেছেন গ্যারেথ বেল ও সার্জিও রামোসও। রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর পর থেকে প্রায় নিয়মিত গোল পাচ্ছেন এই ত্রয়ী।

অপেক্ষাকৃত লেগানেসের বিপক্ষে দাপটে রিয়াল জিতবে এটা অনুমেয়। কারণ শক্তির বিচারে লা লিগার সবচেয়ে সফল ক্লাবটি অনেক অনেক এগিয়ে। তারই পথ ধরে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় বার্নাব্যুর দলটি। সতীর্থ দানি কারভাহালের পাস ধরে অসাধারন দক্ষতায় প্রতিপক্ষের জালে বল পাঠান বেল।

দুর্দান্ত ফর্মে আছেন ওয়েলসের এই রিয়াল তারকা। লা লিগায় টানা ৭ ম্যাচে পেলেন গোল। এবার এনিয়ে এটি তৃতীয় গোল বেলের।

যদিও এরপরই স্রোতের বিপরীতে ম্যাচে ফিরে লেগানেস। ২৪তম মিনিটে সমতা ফেরায় লেগানেস। পেনাল্টি পেয়ে সুযোগটা কাজে লাগায় তারা। গুইদো কারিয়ো বোকা বানান লা লিগায় রিয়ালের হয়ে প্রথমবার নামা গোলরক্ষক থিবো কর্তোয়াকে।

তবে এরপরই আরো আক্রমনাত্মক হয়ে উঠে রিয়াল। ৪৮তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। অ্যাসেনসিওর ক্রসে মাথা ছুঁইয়ে দিতেই বল লেগানেসর জালে। ৬২তম মিনিটে আবারো এই ফরাসি তারকার গোল। এবার গোলের উৎসটা তৈরি করে দেন সতীর্থ লুকা মডরিচ। তার বাড়ানো পাস ধরেই বল পাঠান প্রতিপক্ষের জালে। বেনজেমা। এটি এবারের লা লিগায় বেনজেমার চতুর্থ গোল।

রিয়াল তাদের চতুর্থ গোলটা পেয়েছে পেনাল্টি থেকে। স্পট কিকে গোল করতে ভুল করেন নি অধিনায়ক রামোস (৪-১)।

এই জয়ে লা লিগায় তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।

এ সম্পর্কিত আরও খবর