করোনায় পজিটিভ ১১ ফুটবলার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 03:16:28

অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার প্রথম দিন, বুধবার জানা যায় চার জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সেই তালিকায় যোগ হয়েছে আরও সাত জন। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বেড়ে দাঁড়াল এখন ১১ তে।

বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ আসে আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম ও টুটুল হোসেন বাদশার। রিপোর্ট নেগেটিভ আসে কেবল আরিফুর রহমান, সাদউদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান ও রকিব হোসেনের।

প্রথম দিন করোনায় পজিটিভ ধরা পড়েন বিশ্বনাথ ঘোষ, এমএস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজা।

বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে ৩৬ জন খেলোয়াড়কে ডেকেছিল বাফুফে। প্রথম দুই দিনই ১২জন করে ফুটবলারের যোগ দেওয়ার কথা ছিল। আজ শুক্রবার যোগ দেওয়ার কথা সাত জনের।

আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি ও মতিন মিয়াকে ক্যাম্পের জন্য ছাড়বে না বসুন্ধরা কিংস। চোট কাটিয়ে ক্লাবেই থেকে যাবেন তারা। কোচ জেমি ডে ব্যাপারটা মেনেও নিয়েছেন। বাকি থাকা ক্যাপ্টেন জামাল ভূঁইয়া ও কাজী তারিক রায়হান বিদেশে থাকায় ক্যাম্পে ঢুকবেন পরে। তবে তার আগে ফুটবলারদের উত্তীর্ণ হতে হবে করোনাভাইরাস পরীক্ষায়।

এ সম্পর্কিত আরও খবর