রিয়ালের বিদায়, শেষ আটে ম্যানসিটি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 05:07:04

ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ম্যানচেস্টার সিটি জানিয়ে দিয়েছিল, চ্যাম্পিয়নস লিগের শেষ আটের জন্য তারাই যোগ্য দল। এবার শেষ ষোল পর্বের ফিরতি লেগের ম্যাচেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারাল সিটি। ব্যবধানটা সেই একই ২-১ গোলের।

দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে যোগ্য দল হিসেবেই ম্যানসিটি জায়গা করে নিল ইউরোপ সেরা আসরের কোয়ার্টার ফাইনালে।

এই প্রথম চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেন কোচ জিনেদিন জিদান। ফরাসি এই কোচ এর আগে তিন মৌসুম দায়িত্বে থেকে তিনবারই ইউরোপ সেরার ট্রফি এনে দিয়েছিলেন রিয়ালকে।

ইতেহাদ স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই রাহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ২৮তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। ৬৮তম মিনিটে সিটিকে জয়সূচক গোল এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।

পর্তুগালের লিসবনে এক ম্যাচের কোয়ার্টার ফাইনালে পেপ গার্দিওলার শিষ্যদের প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। ১৫ আগস্ট রাতে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে মাঠের লড়াইয়ে নামবে দুদল।

এ সম্পর্কিত আরও খবর