মিরপুরে ফিরে মুমিনুল বললেন, ‘খুব মিস করছিলাম’

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 16:06:06

ক্রিকেটের বাইরে আছেন মার্চের মাঝামাঝি সময় থেকে। অনেকটা সময় ছিলেন গৃহবন্দী। করোনাভাইরাস সংক্রমণ না কমলেও ‘নিউ নরমাল’ জীবনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন ক্রিকেটাররাও। ঈদের আগেই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। কুরবানির ঈদের বিরতি শেষে শনিবার থেকে ফের মাঠে নামলেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের একক অনুশীলনে প্রথমবারের মতো দেখা গেল মুমিনুল হককে। টেস্ট অধিনায়ক মিরপুরে ফিরে দারুণ খুশি। জানালেন হোম অব ক্রিকেটকে মিস করেছেন তিনি।

ঈদের পর শনিবার বিসিবি'র তত্ত্বাবধানে একক অনুশীলনে নেমে জানালেন, করোনার কারণে বিরতির সময়টাতে ক্রিকেট নিয়ে চিন্তা করেছেন তিনি।

মুমিনুল বলছিলেন, ‘কোনো কাজ না থাকায় ক্রিকেট নিয়ে অনেক চিন্তা-ভাবনা করার সুযোগ পেয়েছি। কেউ ফিটনেস নিয়ে কাজ করেছে। কেউ মানসিক দিক নিয়ে কাজ করেছে। কোচদের সঙ্গে টেকনিক্যাল, ট্যাকটিকাল কাজ করেছে, কিভাবে স্কিলের দিক থেকে উন্নতি করা যায়। আমার কাছে মনে হয়, এসব থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। খেলার ভেতরে থাকলে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ কম হয়। মাঠের বাইরে থেকে নিজের খেলায় কিভাবে উন্নতি করা যায়, সেগুলো নিয়ে কাজ করেছি।’

মিরপুরের চেনা মাঠে পা দিতে পেরেও বেশ লাগছে মুমিনুলের। বলছিলেন, ‘অনেক দিন পর ক্রিকেটে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে। মানিয়ে নিতে হয়তো সময় লাগবে। দুই-তিন দিন বা চার-পাঁচ দিন। আশা করছি, খুব দ্রুত মানিয়ে নিতে পারব। অনেক দিন বাইরে ছিলাম। খুব মিস করছিলাম।’

করোনা বিরতি শেষে এরইমধ্যে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে। এখন ইংলিশদের লড়াই চলছে পাকিস্তানের বিপক্ষে। সবার ফেরা দেখে মনটা বিষণ্ন মুমিনুলের। টেস্ট ক্যাপ্টেন জানাচ্ছিলেন, ‘ক্রিকেটটা অনেক মিস করেছি। বিশ্বের অনেকগুলো দল ক্রিকেটে ফিরেছে। তাদের খেলতে দেখলে অবশ্যই খারাপ লাগে। খেলাটাও মিস করি। আমরাও ধীরে ধীরে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সেজন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেব। যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেটে যাব, আমার কাছে মনে হয়, আমরা প্রস্তুতির যথেষ্ট সুযোগ পাব।’

এ সম্পর্কিত আরও খবর