শেষ আটের আগে অ্যাটলেটিকোর দুজন করোনায় পজিটিভ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 01:32:25

সামনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। বৃহস্পতিবার, ১৩ আগস্ট নিরপেক্ষ ভেন্যু লিসবনের মাঠে প্রতিপক্ষ আরবি লেইপজিগ। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে খারাপ খবর পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। করোনাভাইরাস হানা দিয়ে বসেছে মাদ্রিদের এই জায়ান্ট ক্লাবে।

ক্লাবের দুজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে কর্তৃপক্ষ তাদের পরিচয় জানায়নি।

লিসবন সফর সামনে রেখে শনিবার মাদ্রিদে ক্লাবের শীর্ষ সারির ফুটবলার ও ক্লাব স্টাফদের করোনা পরীক্ষা করাতেই দুজনের পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট পজিটিভ আসা দুজনের সংস্পর্শে আসা বাকিদের পুনরায় করোনা পরীক্ষা করা হবে এখন।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বের শেষ অংশটা ক্লাব বিশ্বকাপের আদলে হবে পর্তুগালের লিসবনে। এক ম্যাচের শেষ আট পর্ব হবে দর্শকহীন স্টেডিয়ামে। এক লেগের সেমিফাইনাল এবং ফাইনালও হবে লিসবনে।

এ সম্পর্কিত আরও খবর