অনেক দিন ধরেই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছিলেন চেতন চৌহান। অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধটা আর বেশি চালাতে পারলেন না ভারতের সাবেক এ ওপেনার। করোনার কাছে হেরে চলে গেলেন না ফেরার দেশে।
করোনায় আক্রান্ত হয়ে নানা জটিলতায় ভুগছিলেন চেতন চৌহান। শেষমেশ চলে যান লাইফসাপোর্টে। কিন্তু আইসিইউ’তে করোনার বিরুদ্ধে তার লড়াইটা ৩৬ ঘণ্টার বেশি হয়নি। রোববার ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪০ টেস্ট খেলা সাবেক এ ক্রিকেটার।
উত্তর প্রদেশের সৈনিক কল্যাণ, হোম গার্ডস ও সিভিল সিকিউরিটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন চেতন চৌহান।
করোনায় পজিটিভ হয়ে ১২ জুলাই লক্ষ্ণৌর সঞ্জয় গান্ধী পিজিআই’তে ভর্তি হয়ে ছিলেন চেতন।
২০০১ সালে অস্ট্রেলিয়া সফরে ভারতের কোচ হিসেবে কাজ করেছেন চেতন চৌহান। ১৯৯১ ও ১৯৯৮ সালে উত্তর প্রদেশ থেকে দুইবার লোক সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮১ সালে পান অর্জুনা অ্যাওয়ার্ড।