টেস্ট ক্রিকেটের চেয়ে ‘করোনা টেস্ট’ নিয়েই বেশি ভাবনা!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 12:14:35

বেশ কিছুক্ষণ ধরেই কথা বললেন আকরাম খান। তবে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের বলা কথাগুলোয়- কঠিন সময়, ঝুঁকি আছে, কোভিড-১৯ অত সহজ নয়, কোয়ারেন্টিন, ঘন ঘন টেস্ট করানো হবে- এমন সব সতর্কতামূলক শব্দগুলোই বেশি উচ্চারিত হলো।

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সামনের মাসে। খেলা হবে পরের মাসে, অক্টোবরে। পেছনের পাঁচ মাস ধরে খেলার বাইরে ক্রিকেট দল। ফিটনেসে কে কোন পর্যায়- তার কোনো ঠিক নেই। কোচিং স্টাফরা কখন আসছেন- তারও কোনো সুনির্দিষ্ট তারিখ নেই। দলগত অনুশীলনের চূড়ান্ত সূচি তৈরি নেই। সবমিলিয়ে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে যে আদর্শ প্রাক-প্রস্তুতির প্রয়োজন হয়, সেই বিচারে অনেক পিছিয়ে পুরো দল।

সফরের আগে তার চিন্তার রেখা আকরাম খানের কপালেও!

তিনি জানান- ‘সামনের মাসের ১৮ তারিখ এই সফরের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্ট করা হবে। তারপর ২১ সেপ্টেম্বর আরেকবার এই টেস্ট করা হবে। শ্রীলঙ্কায় রওয়ানা হওয়ার ঠিক আগেভাগে তৃতীয়বারের মতো আবারও ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে।’

- ভাবছেন এই শেষ, এবার বোধ হয় টেস্ট ক্রিকেট নিয়ে ভাবা যায়?

না, আপনার ভাবনায় কিছুটা ভুল আছে। সামনের মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় পৌঁছেও ক্রিকেটার এবং ক্রিকেট দলকে সেই ‘করোনা টেস্ট’ নিয়েই ভাবতে হচ্ছে। সেখানেও সফরের শুরুতেই ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে।

ব্যাখ্যা দিচ্ছিলেন আকরাম খান- ‘আমরা যতটুকু শুনেছি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও সফরে যাওয়া ক্রিকেটারদের ঘন ঘন করোনা টেস্ট করাবে। আল্লাহ না করুক, এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব বাড়তি সতর্কতা নিয়েই চিকিৎসকদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার সর্বোচ্চ সতর্কতা নিয়েই আমরা এই সফরের পরিকল্পনা করছি।’

ক্রিকেটাররা বর্তমানে এককভাবে ফিটনেস ও অনুশীলন করছেন। সেপ্টেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা হবে। সাধারণত টেস্ট সিরিজের জন্য ১৪ বা ১৫ সদস্যের দল ঘোষণা হয়। তবে ক্রিকেটার সঙ্কট যাতে না হয়, সেজন্য এই সিরিজের জন্য বিসিবি ২০ থেকে ২২ জন ক্রিকেটারের স্কোয়াড দিচ্ছে।

আকরাম সাংবাদিকদের বলেন- ‘বিদেশি কোচিং স্টাফরা সেপ্টেম্বরের শুরুর দিকে এসে পড়বেন। তবে তারা দেশে এসেই তো দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। তাদেরকেও নির্দিষ্ট একটা দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। শ্রীলঙ্কায় দল যাওয়ার পরও সেখানেও পুরো দলকে কোয়ারেন্টিনের নিয়ম মানতে হবে।’

- কি বুঝলেন?

তিন টেস্টের ক্রিকেট সিরিজে ক্রিকেটীয় প্রস্তুতির চেয়ে করোনা টেস্টের প্রস্তুতির আলোচনাই যে বেশি!

এ সম্পর্কিত আরও খবর