কোম্যানই বার্সার নতুন কোচ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 19:24:14

কোচ কিকে সেতিয়েন বরখাস্ত হওয়ার পরই শোনা যাচ্ছিল। বার্সেলোনায় নতুন কোচ হয়ে আসছেন রোনাল্ড কোম্যান। দুই দিন যেতে না যেতেই সেই গুঞ্জনটাই সত্যি হলো। বার্সার কোচ হিসেবে নিয়োগ পেলেন কোম্যান।

এতদিন নেদারল্যান্ডসের কোচ হিসেবেই কাজ করছিলেন ৫৭ বছরের ফুটবল গুরু কোম্যান। চুক্তির মেয়াদ ছিল আরও দুই বছর। কিন্তু তার আগেই লিওনেল মেসিদের কোচ হয়ে গেলেন বার্সারই সাবেক এ মিডফিল্ডার। স্প্যানিশ জায়ান্ট ক্লাবে চুক্তিবদ্ধ হলেন দুই বছরের জন্য।

কোম্যান কাতালান এ জায়ান্ট ক্লাবেই খেলেছেন ১৯৮৯-১৯৯৫ সাল পর্যন্ত। জিতেন চারটি লিগ ট্রফি এবং একটি ইউরোপিয়ান কাপ।

চিরশত্রু রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে লা লিগার এবারের মৌসুম শেষ করেছে বার্সা।

স্প্যানিশ লিগের পর বার্সার হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগও। বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলের লজ্জার হারে কাতালানরা বিদায় নিয়েছে ইউরোপ সেরাদের আসরের শেষ আট থেকে। এজন্য চাকরি হারান কোচ কিকে সেতিয়েন।

২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম কোনো ট্রফি জিততে পারল না মেসির দল।

এ সম্পর্কিত আরও খবর