টুইটারে ভিডিও পোস্ট করে অ্যাথলিট উসাইন বোল্ট জানিয়েছেন- তিনি করোনা পজিটিভ। যদিও তার তেমন কোন উপসর্গ নেই। তবে যথানিয়মে এখন তিনি আইসোলোসনে থাকছেন।
অলিম্পিক ও বিশ্ব অ্যাথলিটে রেকর্ড গড়ার পর অ্যাথলিটকে বিদায় জানিয়ে উসাইন বোল্ট এখন অবসর জীবন কাটাচ্ছেন। কিছুদিন আগে নিজের ৩৪ তম জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ একটা পার্টিতে যোগ দেন এই জ্যামাইকান। সেই পার্টিতে কোন সামাজিক দুরুত্ব মানা হয়নি। অতিথিরা কেউ মাস্কও ব্যবহার করেননি। সেই পার্টি শেষে সামান্য উপসর্গ শেষে করোনা টেস্ট করান বোল্ট এবং রিপোর্ট পজিটিভ আসে।
১০০ এবং ২০০ মিটারে বিশ্বরেকর্ড গড়া বিশ্বসেরা অ্যাথলিট টুইটারে এই খবর জানিয়ে সবাইকে নিরাপদে থাকার আহবান জানিয়েছেন।
২০০৮, ২০১২ এবং ২০১৬ সালের টানা তিন অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রেসে স্বর্ণপদক জয়ী উসাইন বোল্ট বিশ্বরেকর্ড গড়েন। ছয়বার বর্ষসেরা অ্যাথলিটের কৃতিত্ব আছে তার সাফল্যের ঝুলিতে।