ইউরোপ সেরা গোল রোনালদোর

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 13:31:50

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি জুভেন্টাসের। খেলবে কী করে? শেষ ষোল পর্বে অলিম্পিক লিঁও’র বাধাই যে উতরে যেতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

প্রি-কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই লেগে মিলিয়ে স্কোর দাঁড়ায় ২-২। কিন্তু অ্যাওয়ে গোলের কল্যাণে শেষ আটের টিকিট কাটে ফরাসি ক্লাবটি।

কোয়ার্টার ফাইনালে উঠতে না পেরে যারপরনাই হতাশ হয়েছেন সিআর সেভেন। তবে তার সেই কষ্টটা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে ব্যক্তিগত নৈপুণ্যের অনন্য এক অর্জন।

ফুটবল অনুরাগীদের ভোটে এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা গোলদাতার পুরস্কারটি ঠিকই ছিনিয়ে নিয়েছেন এ পর্তুগিজ ফুটবল মহাতারকা।

ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা ১০টি সেরা গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল তাদের ওয়েবসাইটে। সেখান থেকে ফুটবল প্রেমীদের চার লাখের বেশি ভোটে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর গোল সেরা নির্বাচিত হয়।

শেষ ষোল পর্বের ফিরতি লেগে লিঁ’র বিপক্ষে রোনালদোর দ্বিতীয় গোলটি পায় সেরার স্বীকৃতি। ডি-বক্সের অনেকটা দূর থেকে বল পেয়ে খানিকটা এগিয়ে আচমকা ক্ষিপ্রগতির চোখ ধাঁধানো শটে জালে জড়িয়ে দেন রোনালদো। প্রতিপক্ষের গোলরক্ষক লাফিয়ে বল রুখে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

দ্বিতীয় সেরা গোলের তকমা পেয়েছে জেনিতের বিপক্ষে আরবি লেইপজিগের ২-১ গোলের জয়ের ম্যাচে মার্সেল সাবিৎজার জয়সূচক গোলটি। গ্রুপ পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচে তৃতীয় সেরা গোল দিয়েছেন রোনালদোর জুভেন্টাস সতীর্থ হুয়ান কুয়াদ্রাদো।

সেরা পাঁচের অন্য দুটি গোল বার্সেলোনার লুইস সুয়ারেজ ও বায়ার্ন মিউনিখের সার্জ গ্যানাব্রির।

এ সম্পর্কিত আরও খবর