৪৫ বলে ১০ ছক্কায় শতরান পুরানের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:02:55

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বড় বিজ্ঞাপনের নাম নিকোলাস পুরান। ব্যাট হাতে রীতিমতো ঝড় বইয়ে দিতে পটু ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। যদিও তার এতোদিন আক্ষেপ ছিল। টি-টোয়েন্টিতে কোন সেঞ্চুরি ছিল তার। অবশেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই বাঁহাতি এই ব্যাটসম্যান দেখা পেলেন তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের। নিজের প্রথম সেঞ্চুরিতে জেতালেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।

রোববার সিপিএলের দ্বিতীয় ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৪৫ বলে খেলেন অপরাজিত ১০০ রানের ঝড়ো ইনিংস। যেখানে ছিল চার ৪টি আর ছক্কা ১০টি!

তার ব্যাটিং ঝড়েই প্রায় হাতছাড়া ম্যাচে জয় দেখেছে গায়ানা। মজার ব্যাপার হলো জিততে দলের যখন চাই ১৬, তখন শতরানের জন্য পুরানের দরকার ছিল ১৮ রান। লেগ স্পিনার ইশ সোধির বলে টানা তিন ছক্কায় দুটো লক্ষ্য পূরণ করেন তিনি।

পুরানের ছক্কা ছিল দেখার মতো। প্রথম ২৫ বলে তুলে নেন ফিফটি। এরপর আরও ভয়ঙ্কর। পরের পঞ্চাশ তুলেন মাত্র ২০ বলে। শেষ অব্দি গায়ানাকে এনে দেন ৭ উইকেটের দারুণ এক জয়।

এ সম্পর্কিত আরও খবর