১১ কোটি রুপি বেতন হারাচ্ছেন রায়না

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 15:49:28

আইপিএল থেকে সুরেশ রায়নার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেএস বিশ্বনাথান সন্মান জানিয়ে ‘হজম’ করে নিলেও দলের মালিক শ্রীনিবাসন সেটা মেনে নিতে পারেননি। তিনি রায়নার তীব্র সমালোচনা করেছেন। আইসিসি’র সাবেক এই চেয়ারম্যান জানিয়েছেন-‘ক্রিকেটাররা কখনো কখনো পুরনো দিনের সিনেমার অভিনেতাদের মতো আচরণও দেখায়। আমার কথা পরিস্কার, তুমি যদি সন্তুষ্ঠ না থাকো, অথবা কাজে অনাগ্রহী থাকো-তাহলে চলে যাও। আমি কখনোই কাউকে কোন কাজ করাতে জোর করি না। কখনো কখনো সাফল্য অনেকের মাথায় চড়ে বসে!  সন্দেহ নেই, রায়নার এভাবে চলে যাওয়াটা পুরো দলকে একটা বড় ধাক্কা দিয়েছে।’

বোঝাই যাচ্ছে সুরেশ রায়নার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে বেশ কষ্টই হচ্ছেই চেন্নাইয়ের মালিক শ্রীনিবাসনের।

সুরেশ রায়নার এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত এবং চেন্নাই সুপার কিংসের ১৩ জনের করোনা পজিটিভের বিষয়টা নিয়ে পুরো দলে এখন একটা অস্থিরতা দৃশ্যমান। দলের এই সার্বিক পরিস্থিতি নিয়ে শ্রীনিবাসন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলেছেন। শ্রীনিবাসন জানাচ্ছিলেন-‘ আমি ধোনির সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে করোনা পজিটিভের এই সংখ্যাটা যদি আরও বাড়ে তাহলেও তেমন দুঃশ্চিন্তার কিছু নেই। ধোনি জুম মিটিংয়ের মাধ্যমে সবার সঙ্গে কথা বলেছে। দলের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার জন্য বিধি-নিষেধ মেনে চলতে জানিয়েছেন। আসলে টেস্টের আগে বলার কোন উপায় নেই, কে শরীরে করোনা ভাইরাস বহন করছে, আর কে করছে না। তবে ধোনির মতো একটা সলিড নেতা আমরা পেয়েছি। তার আচরণই পুরো দলকে আত্মবিশ্বাস দিচ্ছে।’

রায়নার প্রসঙ্গে শ্রীনিবাসন বলছিলেন-‘খুব দ্রুতই রায়না বুঝতে পারবে সে কি হারিয়েছে। কোন সন্দেহ নেই পুরো মৌসুমের বেতন (১১ কোটি রুপি) সে হারাচ্ছে।’

চেন্নাই সুপার কিংসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় ছিলেন সুরেশ রায়না। এই মৌসুমে তার বেতন ছিল ১১ কোটি রুপি। সর্বোচ্চ ১৫ কোটি রুপি বেতন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

এ সম্পর্কিত আরও খবর