মেসি-বার্সা দাবা খেলা চলছেই, প্রথম বৈঠক ব্যর্থ

, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 07:49:23

ধারণা করা হয়েছির মেসির বাবা-ভাইয়ের সঙ্গে বার্সেলোনার পরিচালকদের বুধবার রাতের বৈঠকে সমাধান আসবে। কিন্তু সেই বৈঠকে শুধু আলোচনা হলো। উভয় পক্ষ তাদে যুক্তি দেখালেন। কিন্তু কোন সমঝোতায় পৌছাতে পারেনি কোনপক্ষ। সমাধান ছাড়াই শেষ হলো আলোচিত সেই বৈঠক।

আর এই বৈঠক ফলহীনভাবে শেষ হওয়ার অর্থই হলো মেসি ও বার্সোলোনার মধ্যকার শুরু হওয়া ‘দাবার লড়াই’ এখনো চলছে বেশ। উভয় পক্ষ জানিয়েছে- এই বৈঠক আরো কয়েকদফা চলবে।

বুধবারের বৈঠকে বার্সেলোনা সাফ জানিয়েছে- মেসি যেতে পারেন। তবে রিলিজ ক্লজ হিসেবে ৭০০ মিলিয়ন ইউরোর হিসেবটা ঠিকই মেটাতে হবে। আর মেসির দাবি চুক্তির শর্ত অনুযায়ী তিনি তার ট্রান্সফার ফি এখন ফ্রি।

মেসি ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর জন্য এক পা দিয়েই রেখেছেন। বার্সেলোনা তাকে শর্তহীনভাবে ছেড়ে দিতে সায় দিলেই মেসির গায়ে ম্যানচেস্টার সিটির জার্সি দেখা যাবে। যদিও এখনই অনেক মেসি সমর্থক তার গায়ে এই জার্সি পরিয়ে দিয়েছে!

তবে এই সময়ে সার্বিক যা পরিস্থিতি তাতে মেসি নামে এবং খেলোয়াড় হিসেবে বার্সোলোনার থাকলেও অনুশীলনে যে যাচ্ছেন না। আবার নতুন কোন ক্লাবেও যোগ দিতে পারছেন না।

এই মূহূর্তে তাহলে মেসি ক্লাবহীন অবস্থায়!

বার্সেলোনা প্রাক মৌসুম অনুশীলনও শুরু করে দিয়েছে। সেই অনুশীলনে যোগ দেননি মেসি। যথাযথ কোন কার্যকারণ ছাড়া টানা অনুশীলনে যোগ না দিলে চুক্তির শর্ত অনুযায়ী মেসিকে বড় অংকের জরিমানা করতেই পারে বার্সেলোনা।

খেলাটা কি সেদিকেই গড়াচ্ছে?

এখন পর্যন্ত মিডিয়ার সঙ্গে মেসি সরাসরি কথা বলেননি। চারধারের যা পরিস্থিতি তাতে সম্ভবত মেসি এখন নিজেই মিডিয়ার সামনে হাজির হয়ে যেতে পারেন। আর বার্সোলোনা চুক্তির শর্ত ভঙ্গের দায়ে মেসিকে জরিমানাও করে দিতে পারে।

একটা বিষয় পরিস্কার- মেসি এখনো নামে বার্সোলোনার খেলোয়াড় থাকলেও কাতালান ক্লাবের জার্সি গায়ে তাকে আর কখনোই দেখা যাবে না।

এ সম্পর্কিত আরও খবর