সান্ত্বনার জয়ে শীর্ষেই রইল অস্ট্রেলিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 00:05:45

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে শত চেষ্টা করেও জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া। অবশেষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে জয় নামক সোনার হরিণের দেখা পেল সফরকারীরা। এবং সেটা ৫ উইকেটের বড় ব্যবধানে। কিন্তু এতে ইংল্যান্ডের সিরিজ জয়ে কোনো প্রভাব পড়েনি। অতিথি অজিদের জন্য এটা কেবলই সান্ত্বনার জয়।

সান্ত্বনার জয় হলেও একটা কাজের কাজ ঠিকই করে ফেলেছে অস্ট্রেলিয়া। র‌্যাঙ্কিংয়ের রাজত্বটা ঠিকই ফিরিয়ে নিজেদের দখলে নিয়েছে তারা।

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ডের কাছ থেকে সেই শীর্ষ স্থানটা ফিরে পেল অস্ট্রেলিয়া।

সাউদ্যাম্পটনে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টোর অর্ধশতকের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের পুঁজি গড়ে ইংল্যান্ড। ৪৪ বল খরচায় ৩টি করে বাউন্ডারি ও ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। তার সঙ্গে দলীয় স্কোরে জো ডেনলি ২৯, ম্যাচের ক্যাপ্টেন মঈন আলী ২৩ ও ডেভিড মালান ২১ রান যোগ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

আদিল রশিদের বোলিং তোপে অস্ট্রেলিয়া এ ম্যাচের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্বও হারাতে বসেছিল। কেননা তিনি একাই নেন তিন উইকেট। কিন্তু শেষ দিকে বিপদ সামলে ম্যাচ সেরা মিচেল মার্শ ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে ৩৯ রান তোলে দলের জয় নিশ্চিত করেন।

ফলে ১৯.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে অতিথি অস্ট্রেলিয়া ১৪৬ রানের জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে। মিচেল মার্শের সমান ৩৯ রান সংগ্রহ করেন ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চও।

স্বাগতিক ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। সিরিজ সেরা হন ইংল্যান্ডের জস বাটলার।

এ সম্পর্কিত আরও খবর