ব্যালট পেপারে নাম থাকবে বাদল রায়ের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:06:38

৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেও ব্যালট পেপারে নাম থাকছে বাদল রায়ের। কেননা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সভাপতি পদ থেকে দেশের সাবেক এ তারকা ফুটবলারের মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা হয়েছে বাফুফে কার্যালয়ে।

শনিবার, ১২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় শেষ হয়ে যায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন বাফুফে'র সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করার আগে বাদল রায় বাফুফে নির্বাচন কমিশনের প্রধান মেজবাহ উদ্দিনকে ফোন দিয়েছিলেন। সেটা ৫টা ১০ মিনিটে। সে কারণে নির্বাচন কমিশন বৈঠক করে রোববার, ১৩ সেপ্টেম্বর জানিয়েছে, ফিফার নিয়ম ও বাফুফে'র নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচনের ব্যালট পেপারে বাদল রায়ের নাম থাকবে।

সভাপতি পদে কাজী সালাউদ্দিনের আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক।

এ সম্পর্কিত আরও খবর