চলে গেলেন সাবেক ক্রিকেটার এএসএম ফারুক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:01:08

তাদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পথ। স্বাধীনতার পর দেশের ক্রিকেট মাতানো তেমনই এক খেলোয়াড় এএসএম ফারুক আর নেই। বুধবার রাতে মারা গেলেন বিসিবি’র টেকনিক্যাল কমিটির সদস্য ও এই সাবেক ক্রিকেটার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দেশের ক্রিকেটে নানা পরিচয়ে জড়িয়ে ছিলেন ফারুক। খেলোয়াড়ি জীবনেও বেশ নাম কুড়িয়েছেন। ইতিহাস জানাচ্ছে-১৯৭৭ সালে এমসিসি’র বিপক্ষে যে ম্যাচে প্রথম কোনো বিদেশি দলের সঙ্গে খেলেছিল বাংলাদেশ, সেই ম্যাচে ছিলেন তিনি।

খেলা ছেড়ে দেওয়ার পর এএসএম ফারুক সংগঠক ও প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এক পর্যায়ে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছাড়াও হয়েছেন বিসিবি’র কাউন্সিলর। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন ফারুক।

২০১৬ সালে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন ফারুক। এরপর বিসিবি’র টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে এএসএম ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এ সম্পর্কিত আরও খবর