দুই ম্যাচ নিষিদ্ধ লাল কার্ড দেখা নেইমার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 17:27:21

অলিম্পিক মার্সেই’র বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন নেইমার। এজন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই’র এ তারকা ফরওয়ার্ড। নেইমার নিষিদ্ধ হলেও তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণ নিয়ে তদন্ত করবে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

রোববার লিগ ওয়ানের মাথা গরমের ম্যাচের ইনজুরি টাইমে পাঁচ ফুটবলারের মধ্যে সবার শেষে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। ১-০ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের মাথার পিছনে ঘুষি মেরে এ শাস্তি পান তিনি।

পরে নেইমার অভিযোগ করেন, আলভারো তাকে বর্ণবাদী গালাগাল দিয়েছেন। যদিও সেটা অস্বীকার করেছেন আলভারো।

লাল কার্ড দেখা অন্য ফুটবলারদের মধ্যে সব চেয়ে বেশি শাস্তি পেয়েছেন পিএসজি’র ডিফেন্ডার লেভিন কারযায়া। তিনি নিষিদ্ধ হয়েছেন ছয় ম্যাচের জন্য। তার ক্লাব সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস পেয়েছেন দুই ম্যচের নিষেধাজ্ঞা।

মাসেই’র জর্ডান আমাভি তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। তার সতীর্থ দারিও বেনেদেত্তো দর্শক হয়ে থাকবেন এক ম্যাচে।

আলভারোর বিরুদ্ধে আনা নেইমারের বর্ণবাদী গালাগাল দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত করবে পেশাদার ফরাসি ফুটবলের গভর্নিং বডি লিগ দি ফুটবল প্রোফেশনাল (এলএফপি)।

এলএফপি’র ডিসিপ্লিনারি কমিশনের ২৩ সেপ্টেম্বরের বৈঠকে হাজির হতে হবে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তার বিরুদ্ধে আলভারোকে থুথু দেওয়ার অভিযোগ উঠেছে।

এ সম্পর্কিত আরও খবর