করোনায় ক্লাব ফুটবলের ক্ষতি ১৪ বিলিয়ন ডলার- ফিফা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:16:46

করোনাভাইরাস সব কিছু ওলটপালট করে দিয়েছে। তার খারাপ প্রভাব থেকে বাদ পড়েনি ফুটবলও। যার ফলে চলতি বছর আয়ের প্রায় এক তৃতীয়াংশ আর্থিক ক্ষতি হতে পারে সারা বিশ্বের ক্লাব ফুটবলের। যার আর্থিক মূল্য ১৪ বিলিয়ন ডলার। এমনটিই জানিয়েছে ফিফা।

মহামারীর বাজে প্রভাব থেকে ফুটবলকে রক্ষা করতে ফিফার গঠিত কমিটির প্রধান অলি রেন জানিয়েছেন, আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে ফিফা হিসাব করে দেখেছে, সারা বিশ্বে বছরে ক্লাব ফুটবলের আয় ৪০-৫০ বিলিয়ন ডলার।

তিনি আরও জানান, তিন মাস বন্ধ থাকার পর ধীরে ধীরে খেলা মাঠে গড়াতে শুরু করেছে। কিন্তু তারপরও বর্তমান পরিস্থিতিতে সারা দুনিয়া ব্যাপী ক্লাব ফুটবলের ক্ষতি হতে পারে ১৪ বিলিয়ন ডলার। কিন্তু মহামারী শেষ না হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে ফুটবলের সহায়তার জন্য ১.৫ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা ঘোষণা করেছে ফিফা। ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের মধ্যে ১৫০টি সংস্থা এই তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবলে বিশেষভাবে বাজে আঘাতটা হেনেছে করোনাভাইরাস। দুশ্চিন্তা আছে আফ্রিকা এবং এশিয়ার ফুটবল নিয়েও।

এ সম্পর্কিত আরও খবর