ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে নেইমার-কুতিনহো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:27:55

আগামী মাসে বলিভিয়া ও পেরুর বিপক্ষে দুটি ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে ব্রাজিল। ম্যাচ দুটি সামনে রেখে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার ও ফিলিপ্পে কুতিনহো।

গোলরক্ষক অ্যালিসন বেকারের সঙ্গে দলে ডাক পেয়েছেন তরুণ স্ট্রাইকার রদ্রিগো। গ্যাব্রিয়েল জেসুস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো ও রবার্তো ফিরমিনোদের রেখে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে কোচ আদেনর লিওনার্দো বাচ্চি ওরফে তিতের দল।

করোনা মহামারীর মাঝেও ইউরোপে খেলা ফুটবলাররা তাদের জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। ফিফা থেকে এমন নিশ্চয়তা দেওয়ার পরই দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল তাদের দল ঘোষণা করল। যদিও করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বের শীর্ষ দশে রয়েছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও আর্জেন্টিনা।

৯ অক্টোবর ব্রাজিল মোকাবেলা করবে বলিভিয়াকে। আর ১৩ অক্টোবরের ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ পেরু।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের উদ্বোধনী রাউন্ড হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায় সেপ্টেম্বর পর্যন্ত। পরে সূচি পিছিয়ে দেওয়া হয় অক্টোবর পর্যন্ত।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: অ্যালিসন বেকার, ওয়েভারটন ও সান্তোস।

রক্ষণভাগ: দ্যানিলো, গাব্রিয়েল মেনিনো, রেনান লোদি, আলেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার্কুইনহস, ফেলিপে ও রদ্রিগো কাইয়ো।

মাঝ-মাঠ: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গিমারেস, দগলাস লুইস, এভারটন রিবেইরো ও ফিলিপ্পে কুতিনহো।

আক্রমণভাগ: গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, এভারটন, রদ্রিগো, রিশার্লিসন ও নেইমার।

এ সম্পর্কিত আরও খবর