ডি ব্রুইনে-লেওয়ানডোস্কি-নয়ারের ইউরোপ সেরা হওয়ার লড়াই

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 07:08:21

সম্প্রতি পিএফএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কেভিন ডি ব্রুইনে। ম্যানচেস্টার সিটির এ তারকা ফরওয়ার্ড এবার মনোনয়ন পেলেন উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের। তবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার ও কাইলিয়ান এমবাপ্পেদের কেউ।

ইউরোপের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে ডি ব্রুইনের সঙ্গে আছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডোস্কি ও ম্যানুয়েল নয়ার।

সেরা কোচ হওয়ার লড়াইয়ে আছেন লিভারপুলের ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপা খরা কাটানো জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। তার সঙ্গে কোচদের সংক্ষিপ্ত তালিকায় আছেন বায়ার্ন মিউনিখের হানসি ফ্লিক ও আরবি লেইপজিগের জুলিয়ান ন্যাজেলসম্যান।

মেয়েদের ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন ম্যানসিটির লুচি ব্রোঞ্জ, চেলসির পার্নিল হার্ডার ও অলিম্পিক লিঁও’র ওয়েন্ডি রেনার্ড।

বিজয়ীর নাম জানা যাবে ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে।

এ সম্পর্কিত আরও খবর