উয়েফা সুপার কাপ বায়ার্ন মিউনিখের

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 09:38:09

উত্তেজনা ছড়ানো ম্যাচে সমতা নিয়েই শেষ হয়েছিল নির্ধারিত সময়। এরপর অতিরিক্ত সময়ে চমক দেখালেন হাভি মার্তিনেস। তার গোলেই সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের দল।

ম্যাচে লুকাস ওকাম্পোস এগিয়ে দেন সেভিয়াকে। এরপর বায়ার্নকে ম্যাচে ফেরান লেয়ন গোরেটস্কা। অতিরিক্ত সময়ে জয়সূচক গোল মার্তিনেসের। তার পথ ধরে সুপার কাপের ইতিহাসে জার্মান ক্লাবটি তুলে নিয়েছে তাদের দ্বিতীয় শিরোপা।

২০০৬ সালে প্রথমবার সুপার কাপে অংশ নিয়ে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেভিয়া।

করোনাভাইরাসের মধ্যেও এই ম্যাচে ২০ হাজার দর্শককে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ দিল উয়েফা।

দুর্দান্ত ফর্মে আছে বায়ার্ন। সবশেষ টানা ২৩ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। ইউরোপ চ্যাম্পিয়নরা টানা ৩২ ম্যাচ অপরাজিত।

প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে হয়ে থাকে এই লড়াই।

এ সম্পর্কিত আরও খবর