ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ে নেই জেসুস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 11:40:08

কম করে হলেও তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

ইনজুরির জন্য বলিভিয়া ও পেরুর বিপক্ষে সেলেসাওদের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে পারবেন না জেসুস। সোমবার উলভসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পাওয়ায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম।

২৩ বছরের এ তারকা ফুটবলার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। করেছেন গোলও। পরে ধরা পড়ে তার চোট। জেসুসের বদলে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ম্যাথিউস কুনহা।

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে ৯ অক্টোবর। পেরুর বিপক্ষে নেইমারদের লড়াই ১৩ অক্টোবর।

হাঁটুর ইনজুরি নিয়ে আরও সাত সপ্তাহের জন্য দর্শক হয়ে গেছেন ম্যানসিটি’র তারকা ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো।

রোববার ম্যানসিটি মুখোমুখি হচ্ছে লেস্টার সিটির।

এ সম্পর্কিত আরও খবর