করোনায় পজিটিভ প্রিমিয়ার লিগের ১০, জেনোয়ার ১৪ জন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 05:22:16

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সেরি এ ক্লাব জেনোয়ার ১৪ জন খেলোয়াড় ও স্টাফ। সোমবার ক্লাব কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।

গত সপ্তাহে ডেনমার্কের মিডফিল্ডার লাসে স্কোনে ও গোলকিপার মাত্তিয়া পেরিনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ইতালিয়ান ক্লাবটি তাদের খেলোয়াড় ও স্টাফসহ সকল সদস্যের করোনা টেস্ট করায়। তাতেই বেড়ে যায় আক্রান্তের সংখ্যা।

এক বিবৃতিতে জেনোয়া জানিয়েছে, তারা স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।

ইতালিয়ান লিগে রোববার নাপোলির মাঠে ৬-০ গোলে ধরাশায়ী হয়েছে জেনোয়া। ৩ অক্টোবর, শনিবার তুরিনকে ঘরের মাঠে স্বাগত জানানোর কথা তাদের।

অন্য দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কোভিড-১৯ এ পজিটিভ হয়েছে ১০ জন। আক্রান্ত সবাই আগামী দশ দিন স্বেচ্ছা-অন্তরণে থাকবে।

গত সপ্তাহে করোনায় পজিটিভ হয়েছেন ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস এবং ক্লাবটির দুজন ফুটবলার- ইসা দিওপ ও জশ কুলেন।

এ সম্পর্কিত আরও খবর