আরবের ক্লাবে প্রথম ইসরায়েলি ফুটবলার দিয়া সাবা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 12:38:44

আরবের কোনো ক্লাবে ইসরায়েলের কোনো ফুটবলার খেলবেন। এমনটি কি কখনো কেউ ভেবেছেন। তবে বাস্তবে সেটাই হতে যাচ্ছে। নতুন ইতিহাস গড়ে এমন কিছুই দেখানোর ব্যবস্থা করে ফেলেছে দুবাইয়ের আল-নসর ফুটবল ক্লাব। ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের ফুটবলার দিয়া সাবাকে দলে ভিড়িয়ে সবাইকে অবাক করে দিয়েছে ক্লাবটি।

মিডফিল্ডার দিয়া সাবা দুবাইতে পা রেখেছেন চাইনিজ সুপার লিগ ক্লাব গুয়াংজু আরএন্ডএফ থেকে। চুক্তি করেছেন দুই বছরের জন্য।

কিন্তু তার পরিচয় হলো তিনি ইসরায়েলের নাগরিক। আরবের প্রথম ক্লাব হিসেবে ইসরায়েলের এ ফুটবলারকে চুক্তিবদ্ধ করেছে আল-নসর।

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেওয়ার দুই সপ্তাহ না কাটতেই এমনটা ঘটল। অবশ্য দিয়া সাবা একজন মুসলিম। ফিলিস্তিনি বংশোদ্ভূত। তবে জন্মেছেন ইসরায়েলে।

দিয়া সাবা তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন স্বদেশী ক্লাব বেইতার নেস তাব্রুকের হয়ে। পরে ২০১২ সালে যোগ দেন মাক্কাবি তেল আবিবে।

এ সম্পর্কিত আরও খবর