ফের পেছাল লঙ্কান ক্রিকেট লিগ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:42:33

করোনাভাইরাস ও আইপিএলে ফের অনিশ্চিত হয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ভাগ্য। অভিষেক আসর পিছিয়ে পেছাল আরও একবার। সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার সুযোগ করে দিতেই আগামী ২১ নভেম্বর শুরু হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

যদিও গত ২৮ আগষ্ট শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার এই ফ্রাঞ্চাইজি আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট শুরুর দিন পিছিয়ে দেওয়া হয় ১৪ নভেম্বর পর্যন্ত। এবার জানা গেল নতুন দিনক্ষণ।

বুধবার এলপিএল টুর্নামেন্ট পরিচালক রবিন বিক্রামারত্নে জানিয়ে দিলেন সূচির এই বদলে আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদেরও জন্যই। এখন অনেকেই আইপিএল নিয়ে ব্যস্ত। ক্রিকেটার সঙ্কটের কথা ভেবেই পেছাল টুর্নামেন্ট। সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণের শঙ্কার ব্যাপারটি তো থাকছেই।

আগের পরিকল্পনায় এই বৃহস্পতিবার হওয়ার কথা ছিল এলপিএলের প্লেয়ার ড্রাফট। সেটি পিছিয়ে দেওয়া ৯ অক্টোবর করা হয়েছে।

এরইমধ্যে জানা গেছে শ্রীলঙ্কার পাঁচটি শহর কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনার পাঁচটি দল খেলবে এলপিএলে।

এ সম্পর্কিত আরও খবর