নারী নির্যাতনের বিরুদ্ধে সরব জাতীয় দলের ফুটবলাররাও

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 17:04:43

গোটা দেশ জুড়েই বেড়ে চলেছে ধর্ষণ আর নারী নির্যাতন। নিরাপত্তা নিয়ে শঙ্কায় মেয়েরা। ঠিক এমন সময়ে সচেতন আর বিবেকবান মানুষেরা জানাচ্ছেন প্রতিবাদ। সবাই সর্বোচ্চ শাস্তি চাইছেন। ক্রীড়াঙ্গনের মানুষরাও এনিয়ে সরব। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা এই বর্বরতার বিরুদ্ধে জানিয়েছেন প্রতিবাদ। এবার সামিল হলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারাও!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হলেন জাতীয় দলের দুই ফুটবলার আশরাফুল ইসলাম রানা ও ইমন মাহমুদ বাবু।

জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতন ও সহিংসতার হার। প্রতিদিনই ঘটছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। সবার মতো আমিও এই নিয়ে শঙ্কিত।’

সঙ্গে শিশুর নিরাপত্তা নিয়ে রানা লিখলেন, ‘নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এখনই সময় রুখে দাঁড়ানোর। সমাজের সর্বস্তরের মানুষজনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এমন ঘৃণিত অপরাধ দমন করা সম্ভব। আসুন সবাই মিলে রুখে দাঁড়াই, নারী ও শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করি।’

জাতীয় দলের আরেক মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সমাজে এক শ্রেণির বর্বরোচিত মানুষ বিরাজ করছে যারা ধর্ম ও বর্ণ নির্বিশেষে শিশু ও নারীদের প্রতি প্রতিনিয়তই যে জঘন্য অত্যাচার করছে তা দেখে আমি আর চুপ থাকতে পারি না। আমি অবস্থান করছি এইসব ঘৃণিত ও অমানবিক নির্যাতনের বিরুদ্ধে।

এই দুঃসময়ে সমাজের সর্বস্তরের মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়, ঘৃণিত অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আসুন সবাই মিলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি। Enough is enough!’

এ সম্পর্কিত আরও খবর