ফরাসিদের আটকে দিলেন রোনালদোরা

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 06:27:20

বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা। তারওপর ম্যাচটা ফ্রান্স খেলতে নেমেছিল নিজেদের মাঠে। কিন্তু সেই শক্তিশালী প্রতিপক্ষকে আটকে দিয়েছে পর্তুগাল। রোনালদোদের সঙ্গে পেরে উঠেনি ফরাসিরা।

রোববার রাতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। প্রথম ম্যাচে জয়ের পর এবার পয়েন্ট হারাল ফ্রান্স-পর্তুগাল দুই দলই।

ইউরোপসেরা দুই দলের লড়াইয়ে গোল না হলেও উত্তেজনার কমতি ছিল না! অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে ব্যস্ত থেকেছে দুই দলই। এরমধ্যে খেলার ২৪তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যেতে পারতো পর্তুগাল। কিন্তু লুকা এরনদেজ রুখে দেন।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগিজ রক্ষণভাগে ভয় জাগিয়ে দেন কিলিয়ান এমবাপে। যদিও গোলের দেখা মেলেনি। এভাবেই আক্ষেপে পুরোটা সময় কেটেছে দুই দলের সমর্থকদের।

এ অবস্থায় নেশন্স কাপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এরপরই ফ্রান্স।

নেশন্স কাপে রোববারের আরেক খেলায় সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে লুকা মডরিচের দল রয়েছে তিন নম্বরে। এখনো পয়েন্ট পায়নি সুইডেন। বুধবার সুইডিশরা লড়বে রোনালদোর পর্তুগালের সঙ্গে। ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ফ্রান্স।

এ সম্পর্কিত আরও খবর