২০০৫ সালের পর আর্জেন্টিনার প্রথম লাপাজ জয়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 19:50:27

২০০৫ সালে সর্বশেষ লাপাজে জিতেছিল আর্জেন্টিনা। এরপর কেটে গেছে দীর্ঘ ১৫ বছর। ৩৬০০ মিটার উচ্চতার এই শহরে আর কোনো ম্যাচে জেতা হয়নি আলবিসেলেস্তেদের।

অবশেষে মেগাস্টার লিওনেল মেসিদের কাটল সেই জয় খরা। পিছিয়ে পড়েও বলিভিয়ার মাঠে কোচ লিওনেল স্কালোনির হাত ধরে আর্জেন্টিনা জিতল ২-১ গোলে। ১৫ বছরের মধ্যে লাপাজের মাঠে এটাই তাদের প্রথম জয়।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের ২৪তম মিনিটে মার্সেলো মার্টিনস মোরেনোর গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক বলিভিয়াই। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে অতিথিরা।

৪৫তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে সফরকারী আর্জেন্টিনা। জোয়াকুইন কোরেয়া আর্জেন্টিনাকে জয় সূচক গোল উপহার দেন ৭৯তম মিনিটে।

এ সম্পর্কিত আরও খবর