দলবদল নভেম্বরে, ফেডারেশন কাপ ডিসেম্বরে

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:29:47

আসছে মাসেই সরগরম হয়ে উঠবে ঢাকার ফুটবল। নভেম্বরের শুরুতেই দলবদল। এরপর ডিসেম্বরের মাঝামাঝিতে ফেডারেশন কাপ দিয়ে শুরু ২০২০-২১ পেশাদার ফুটবল লিগ মৌসুম।

আসছে ১ নভেম্বর শুরু ফুটবলারদের ২০২০-২১ মৌসুমের দলবদল। শেষ ১৫ ডিসেম্বর। তারপরই জমে উঠবে ফেডারেশন কাপ লড়াই। এমনই খবর জানাল- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।

বৃহস্পতিবার বাফুফে ভবনে লিগ কমিটির সভায় লিগের ভেন্যু, বিদেশি খেলোয়াড় নিবন্ধন, নতুন মৌসুমে খেলোয়াড়দের পরিশ্রমিক নিয়েও হয়েছে সিদ্ধান্ত।

ফেডারেশন কাপ শুরু হবে ১৯ ডিসেম্বর। এবার প্রিমিয়ার লিগে  ক্লাবগুলো সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। এর মধ্যে থাকতে হবে ন্যূনতম একজন এশীয় ফুটবলার। কোনো ক্লাব খেলোয়াড় ছাড়তে চাইলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সেই খেলোয়াড়কে জানাতে হবে।

আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। যা নিয়ে আলোচনা সরগরম ছিল অনেক দিন ধরেই। গত মৌসুমের ফুটবলারদের চুক্তির ন্যূনতম ৩৫ শতাংশ অর্থ চলতি মৌসুমে সংশ্লিষ্ট ক্লাব সাইনিং মানি হিসেবে দিতে হবে।

প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতির জন্য ঢাকা ও ঢাকার আশপাশের ভেন্যুগুলোতে লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। এরমধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, গাজীপূরের শহীদ বরকত স্টেডিয়াম, নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ও কুমিল্লা জেলা স্টেডিয়াম-এই ছয়টি ভেন্যু পর্যবেক্ষণে রয়েছে বাফুফের।

এ সম্পর্কিত আরও খবর