দুই জায়ান্টের পতন!

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:04:18

একই রাতে দুই জায়ান্টের পতন! স্প্যানিশ লা লিগায় দুঃস্বপ্নের মতো সময় কাটল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। শনিবার রাতে গেতাফে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। একইদিন ১-০ গোলে হার মানে রিয়াল। এবারই প্রথম স্পেনের সফলতম ক্লাবটির মাঠে জয় পেল কাদিস।

একইভাবে ২০১১ সালের পর বার্সেলোনার বিপক্ষে এই প্রথম জিতল গেতাফে। হতাশা সঙ্গী হলো কাতালান ক্লাবটির।

এখন থেকে গেতাফে নামটা ভুলতেই হবে। কারণ এই ম্যাচের আগে নিজেদের নাম পাল্টে ফেইথ ফুটবল ক্লাব রাখে তারা। নতুন নামে শুরুতেই চমক! খেলার ৫৬তম মিনিটে হাইমে মাতার স্পট কিকে এগিয়ে যায় গেতাফে।

দিনের আরেক ম্যাচে ০-১ গোলে গ্রানাদার কাছে হার মানে সেভিয়া। সেল্তা ভিগোকে ২-০ গোলে হারাল আতলেতিকো মাদ্রিদ।

তিক্ত অভিজ্ঞতা হলো রিয়ালেরও। এই কাদিসের কাছে নিজেদের মাঠে হারল তারা। ২৯ বছর পর এই দলের বিপক্ষে হার দেখল রিয়াল মাদ্রিদ। লিগে প্রায় ১৭ মাস পর ঘরের মাঠে হারল জিনেদিন জিদানের দল।

এ অবস্থায় পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। একইসঙ্গে গেতাফে, কাদিস ও গ্রানাদারও অর্জন ১০ পয়েন্ট করে। ৯ পয়েন্ট নিয়ে এরপরই রিয়াল বেতিস। ৮ পয়েন্ট নিয়ে তারপরই আছে আতলেতিকো, রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়ালের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট বার্সেলোনার। লা লিগায় ৯ নম্বরে রয়েছে রয়েছে কাতালান ক্লাবটি।

এ সম্পর্কিত আরও খবর