দল কিনলেন সালমান খানও

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 01:54:59

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্কটা বেশ পুরনো। আবার ক্রিকেটে রুপালী পর্দার তারকাদের বিনিয়োগের গল্পটাও অনেক দিনের। শাহরুখ খান তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই জড়িয়ে আছেন। সঙ্গে জুহি চাওলা আর প্রীতি জিনতারাও রয়েছেন। এবার ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছেন আরেক বলিউড সুপার স্টার।

সালমান খান ও তার পরিবার থাকছে লঙ্কা প্রিমিয়ার লিগে। এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে দল কিনেছেন মুম্বাইয়ের এই প্রভাবশালী পরিবার। তাদের কেনা দলটির নাম ক্যান্ডি টাস্কার্স। এরমধ্যে দল গড়ার কাজও শুরু হয়েছে। বলা হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল খেলছেন সালমানের দলে।

সঙ্গে থাকবেন কুশল পেরেরা, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ ও কুশল মেন্ডিসের মতো বড় তারকারাও।

সালমান খানের ছোট ভাই সোহেল খান ও তার বাবা বলিউড ব্যক্তিত্ব সেলিম খানের মালিকানাধীন সোহেল খান ইন্টারন্যাশনালের ব্যানারেই দলটি কেনা হয়েছে। সোহেল খান জানালেন তাদের দল-ক্যান্ডির প্রায় সব ম্যাচেই উপস্থিত থাকবেন তার ভাই সালমান খান। 

সব ঠিক থাকলে শ্রীলঙ্কার এই ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু হবে ২১ নভেম্বর। যেখানে থাকবে কলম্বো কিংস, ডাম্বুলা হকস, গল গ্ল্যাডিয়টর্স, জাফনা স্টালিয়ন্স ও ক্যান্ডি টাস্কার্স।

এ সম্পর্কিত আরও খবর