বেঙ্গল টাইগার্সের ১৭ বছর

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 02:05:36

২০০৩ সালের ২০ অক্টোবর, ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক ক্লাব বেঙ্গল টাইগার্সের পথচলা। এরপর ১৭ বছর ধরেই গ্যালারি মাতিয়ে টাইগারদের সমর্থন দিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্সের।

শুধু দেশের মাঠই নয়, বিশ্বের নানা ভেন্যুতে সাকিব আল হাসান-তামিম ইকবালদের সমর্থন দিতে নিজ উদ্যোগেই চলে গেছেন তারা। ছিলেন বিশ্বকাপ, এশিয়া কাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশের একাধিক আন্তর্জাতিক সিরিজে।

একইসঙ্গে বাংলাদেশে বর্ষসেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড প্রবর্তনে প্রশংসনীয় ভূমিকা রেখেছে বেঙ্গল টাইগার্স। ফ্যান ক্লাবের সদস্য, ক্রিকেট সংগঠক, সাংবাদিক, আম্পায়ার, স্কোরারদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারকে পুরস্কৃত করেছে বেঙ্গল টাইগার্স ২০০৬ ও ২০০৮ সালে।

২০০৮ সালে ক্রিকেট ইয়ার বুক করেছে বেঙ্গল টাইগার্স। ২০০৮ সালে নিউজিল্যান্ডের ডানেডিনে বাংলাদেশের ৫০তম টেস্ট এবং ২০১৭ সালে কলম্বোর পি.সারা ওভালে বাংলাদেশের ১০০তম টেস্ট ভেন্যুতে উপস্থিত থেকে বাংলাদেশ এবং প্রতিপক্ষ দলের অধিনায়কের হাতে বিশেষ স্মারক তুলেও দিয়েছে।

একইসঙ্গে মানবতার ডাকে সাড়া দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। চলমান করোনাকালে দুস্থদের খাদ্য সহায়তাও দিয়েছে বেঙ্গল টাইগার্স।

বুধবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স উদযাপন করেছে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে বড় পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থেকে বিরত থেকেছে তারা। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেলের উদ্যোগে এদিন মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের দিয়ে কেক কেটে বেঙ্গল টাইগার্স প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, বেঙ্গল টাইগার্সের কনভেনর গোলাম ফারুক ফটিক, সদস্য আসাদুজ্জামান শাহীন, শামীম চৌধুরী ও অনিমেষ দাসসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর