মাঠে নেমে পড়ল বাংলাদেশ ফুটবল দল

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:29:45

করোনার কারণে থমকে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক ফুটবল। তবে এখন প্রাণঘাতি এই ভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়ে ফের স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু! মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল দলও। সবকিছু ঠাক থাকলে আসছে মাসেই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল।

তার আগে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়ে গেছে অনুশীলন। স্থানীয় দুই কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সারের নেতৃত্বে অনুশীলনে নেমেছেন ফুটবলাররা।

সামনের ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নেপালের মধ্যকার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

ম্যাচটির জন্য প্রাথমিক ক্যাম্পে ৩৬ ফুটবলার ডেকেছিলেন প্রধান কোচ জেমি ডে। যদিও সবাই থাকতে পারেননি প্রথম দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ১৪ জনের ফুটবলারের ১২ জন যোগ দেবেন ২৭ অক্টোবর।

সব মিলিয়ে ৭ মাস পর মাঠে নেমেছেন ফুটবলাররা। তবে প্রথম দিন জেমি ডে ও তার স্বদেশি সতীর্থরা যোগ দেননি। ২৯ অক্টোবর ইংল্যান্ড থেকে ঢাকায় আসার কথা তাদের। অধিনায়ক জামাল ভূঁইয়ারও একইদিন ক্যাম্পে যোগ দেওয়ার কথা। তিনিও রয়েছেন ডেনমার্কে।

প্রথম দিনে শনিবার ১৫ ফুটবলার ছিলেন ক্যাম্পে। তাদের ফিজিক্যাল ট্রেনিং করালেন স্থানীয় কোচরা।

এ সম্পর্কিত আরও খবর