ট্রফি জিততে মাহমুদউল্লাহদের চাই ১৭৪

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:30:18

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালেও রান উৎসবের দেখা মিলল না। বোলারদের সামনে অসহায় ব্যাটসম্যানরা। আরেকটু সরাসরি বলা যায় কম রানেই নাজমুল হাসান শান্ত একাদশকে আটকে রাখল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার ফাইনালে জিততে মাহমুদউল্লাহ একাদশের চাই ১৭৪ রান।

দিবা-রাত্রির ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শান্তর দল। কিন্তু দুই পেসার সুমন খান-রুবেল হোসেনের বোলিং তোপে দল অলআউট মাত্র ১৭৩ রানে। গোটা টুর্নামেন্টে সফল রুবেল নেন ২ উইকেট।৫ উইকেট শিকার করেন সুমন। 

শান্ত একাদশের একমাত্র হাফসেঞ্চুরিয়ান ইরফান শুক্কুর। তার ব্যাটে ৭৭ বলে ৭৫ রান।

এর আগে ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতা দেখিয়েছেন সুমন খান। এবার এই তরুণ পেসার নিজের সেরা বোলিংটাই যেন দেখালেন প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে। ৩৮ রানে নেন ৫ উইকেট।

অন্যপ্রান্তে দলের বিপর্যয়ে হাল ধরলেন ইরফান। মিরপুরের মন্থর উইকেটে দুর্দান্ত দক্ষতায় তুলে নেন হাফসেঞ্চুরি।

দলে ফিরে এদিন শুরুতেই আউট সাইফ হাসান। দুর্দান্ত রুবেল হোসেনের বলে প্রথমে চার মারলেও পরের বলে বোল্ড। আরেক ওপেনার সৌম্য সরকার চোখের সমস্যায় মাঠ ছাড়েন। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম লড়েছিলেন। কিন্তু তেমন লাভ হয়নি।

সুমন পাল্টে দেন দৃশ্যপট। এলবিডব্লিউ করেন মুশফিককে। ৩৭ বলে ১২ রানে আউট চোট কাটিয়ে ওঠা মুশি। এরপর উইকেটে ফেরেন সৌম্য। কিন্তু সেই সুমনের দাপটে তার সঙ্গে আফিফ হোসেনও আউট। তারপর অধিনায়ক শান্ত লড়ে গেলেন কিছুক্ষণ। শেষ অব্দি ৫৭ বলে শান্ত ৩২ রান তুলে ফিরে যান।

দলের বিপর্যয়ে লড়ে গেলেন ইরফান। ৪৬ বলে ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত দারুণ লড়াইয়ে ৭৫ রান করেন। তার ইনিংসে ছিল চার ৮টি, ছক্কা ২টি।

সংক্ষিপ্ত স্কোর-

শান্ত একাদশ: ৪৭.১ ওভারে ১৭৩/১০ ( সাইফ ৪, সৌম্য ৫, শান্ত ৩২, মুশফিক ১২, আফিফ ০, তৌহিদ ২৬, ইরফান ১১, নাঈম , নাসুম ১২*, তাসকিন ২, আল আমিন ১*; রুবেল ২/২৭, সুমন ৫/৩৮, ইবাদত ১/১৮, মিরাজ ১/৩৯, মাহমুদউল্লাহ ১/২৮)।

এ সম্পর্কিত আরও খবর