অস্ট্রেলিয়া সফরে কেন নেই রোহিত- প্রশ্ন গাভাস্কারের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 01:47:23

করোনাভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়ে এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যদিও ঘরোয়া এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট তারা খেলছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরছে ভারত। শুরুতেই বিরাট কোহলিরা যাবেন অস্ট্রেলিয়ায়। শুরুতে ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি। সবশেষে টেস্ট সিরিজ।

কিন্তু বিস্ময়কর হলেও সত্য এই সফরে তিন ফরম্যাটের কোনো দলেই রোহিতকে রাখেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই ব্যাপারটাতেই বিস্মিত সুনীল গাভাস্কার। এই ব্যাটসম্যানকে কেন রাখা হয়নি সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ভারতের সাবেক অধিনায়ক!

এইতো গত সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটে দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে নেই রোহিত। যদিও তিনি চোট আক্রান্ত। তারপরও হিটম্যানকে দেড় মাস পরের সিরিজেও কেন রাখা হলো না তা ভেবে পাচ্ছেন না গাভাস্কার। কারণটাও সঙ্গত, নেটে বেশ ভালোই করছেন তিনি। এমন কী আইপিএলের ম্যাচে নামার কথাও নাকি ভাবছেন।

ক্রিকেট বিশ্লেষক গাভাস্কার বলছিলেন ‘নেটে ও যেভাবে ব্যাট করছে, তার চোট কতটা যে দেড় মাস পরের সফর থেকে বাদ দিতে হলো? বিষয়টা ঠিক বুঝতে পারছি না। কেউ কী বুঝিয়ে বলবেন?’

অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি দলে চমক হিসেবে আছেন তামিলনাড়ু ও কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঁচ উইকেট শিকারের রেশ থাকতেই ডাক মিলল জাতীয় দলে।

সামনের ২৭ নভেম্বর সিডনিতে শুরু ওয়ানডে সিরিজ। পরের ম্যাচ ২৯ নভেম্বর একই ভেন্যুতে। ১ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে ক্যানবেরায়। ৪ ডিসেম্বর এই ভেন্যুতেই প্রথম টি-টোয়েন্টি। সিডনিতে ৬ ও ৮ ডিসেম্বর সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি।

এরপরই চার ম্যাচ টেস্ট সিরিজ। প্রথমটি শুরু অ্যাডিলেডে, ১৭ ডিসেম্বরে। বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর একই ভেন্যুতে। ৭ জানুয়ারি সিডনিতে শুরু তৃতীয় টেস্ট। ১৫ জানুয়ারি সিরিজের শেষ টেস্ট ব্রিসবেনে।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হানুমা বিহারি, শুভমান গিল, হৃদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পান্ত (উইকেটকিপার), যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহঅধিনায়ক ও উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, মানীষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, দীপক চাহার ও বরুণ চক্রবর্তী।

ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুল (সহঅধিনায়ক ও উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, মানীষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।

এ সম্পর্কিত আরও খবর