মেসিদের নতুন প্রেসিডেন্ট তুসকেতস

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 21:03:47

একদিন আগেই সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। যিনি বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলারদের অন্যতম লিওনেল মেসির কড়া সমালোচক হিসেবেই পরিচিত। তার বদলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কার্লেস তুসকেতসের নাম ঘোষণা করল বার্সেলোনা।

বুধবার এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়- নতুন সভাপতি ও বোর্ড নির্বাচিত না হওয়া পর্যন্ত আরও সাত পরিচালককে নিয়ে গঠিত ভারপ্রাপ্ত পরিচালনা পর্ষদের নেতৃত্ব থাকবেন কাতালান ক্লাবটির আর্থিক কমিশনের চেয়ারম্যান তুসকেতস।

কার্যনির্বাহী বোর্ডের মতোই কাজ করবেন তারা। আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা হবে এই বোর্ডের প্রধানতম কাজ।

এর অর্থ এখনই জমে উঠছে বার্সার সভাপতি হওয়ার লড়াই। বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তাসহ সাতজন সভাপতি পদে নির্বাচনের কথা জানিয়েছেন। লিওনেল মেসিদের প্রেসিডেন্ট হতে ভোট যুদ্ধটা মনে হচ্ছে বেশ জমবে।

২০১৪ সালে ক্লাব সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দিলে তার পদ টলমলে হয়ে যায়। তার পদত্যাগের দাবিতে রাস্তায় নামে ক্লাব সমর্থকরা।

যদিও অনেক নাটকের পর মেসি বার্সা ছাড়েন নি। তবে বার্তোমেউয়ের ঠিকই ছাড়লেন। মেয়াদ শেষের আগেই তাকে সরাতে ক্লাবের ২০ হাজার সদস্য অনাস্থা ভোট আয়োজন করতে উদ্যোগ নেয়। তার আগেই তিনি সরে দাঁড়ালেন।

এ সম্পর্কিত আরও খবর