সাকিবকে স্বাগত জানালেন মুশফিক-মুস্তাফিজরা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:59:28

রুদ্ধশ্বাস অপেক্ষার সমাপ্তি। সাকিব আল হাসান এখন মুক্ত। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর শেষ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ১ বছরের নিষেধাজ্ঞা। ক্রিকেটে ফিরতে আর কোন বাধাই থাকল না বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। ঠিক এমন সময়ে প্রিয় সতীর্থ সাকিবকে স্বাগত জানালেন তার সতীর্থরা।

একই সময়ে ক্রিকেটে পথচলা শুরু সাকিব ও মুশফিকুর রহিমের। জাতীয় দলেও খেলছেন দীর্ঘদিন ধরে। সেই সতীর্থের নিষেধাজ্ঞা শেষ হতেই মুশফিক যেন ফিরে গেলেন কৈশোরে।

মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার রাতে লিখলেন, ‘ কৈশোরে আমরা এক সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলা। তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটা ছিল আমাদের জন্য অনেক বড় ধাক্কা। আমাদের অনেক স্মরণীয় স্মৃতি জমা আছে। আমরা ভালো সময়গুলো এক সঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’

কঠিন সময় পেরিয়ে ফের ফিরছেন সাকিব। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব আইসিসি ও বিসিবির কাছে গোপন রাখার মাশুল গুনেছেন। তাকে ফের পেয়ে মুশি জানাচ্ছিলেন, ‘একটা বছর শেষ হয়েছে, খুব ভালো লাগছে। আবার আমরা এক সঙ্গে মাঠে নামব। তুমি সব সময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া ও জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে দেরি সইছে না আমার!’

এই স্ট্যাটাসের সঙ্গে দু'জনের ক্রিকেট মাঠে স্মরণীয় কিছু মুহূর্তের ছবিও পোষ্ট করলেন মুশফিক।

নিষেধাজ্ঞা শেষে অন্য সতীর্থদেরও শুভেচ্ছা পেলেন সাকিব। রেস্তোরাঁয় সাকিবের সঙ্গে বসা একটি ছবি পোস্ট করে আঞ্চলিক ভাষায় ইমরুল কায়েস লিখলেন, ‘এবার আইয়া পড়ো।’ মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘রাজা ফিরেছেন।’ লিটন দাস লিখলেন, ‘স্বাগতম কিংবদন্তি।’ পেসার মুস্তাফিজুর রহমান লিখেছেন, 'ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।'

দলের পেস বোলার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাকিব ভাই ফিরেছেন।’

উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাই আপনাকে স্বাগত। বাঘের মতো গর্জন ছুড়বেন, সেটি শুনতে আর তর সইছে না!’

জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই, আবার মাঠের মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’ সাকিব এখন পরিবারের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রে। ফিরে নভেম্বরে বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিয়ে তার প্রত্যাবর্তন হবে।

সাকিব নিজেও ফেরার জন্য উদগ্রিব হয়ে আছেন। যুক্তরাষ্ট্রে এক সংবর্ধনায় জানাচ্ছিলেন, ‘নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। যতটা সম্ভব সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।’

ফেরার বার্তা থাকছে তার অফিসিয়াল ফেসবুক পাতাতেও যেখানে আগের রাতেই নিজের একটি ছবি পোষ্ট করে দুটো লিখলেন, টাইগার, টাইগার...।’

বাঘের গর্জনটাই সাকিবের কাছে ফের শুনতে চায় ভক্তরা!

এ সম্পর্কিত আরও খবর