করোনা শঙ্কা কাটিয়ে নামছেন নারী ফুটবলাররাও

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 11:31:58

করোনাভাইরাস অনেকটা সময় কেড়ে নিয়েছে। মাঠের বাইরে থেকে নারী ফুটবলাররাও ক্লান্ত। তবে তাদের জন্য সুখবর। বাংলাদেশের মেয়েরা সহসাই নামছেন মাঠে।

করোনার কারণে বন্ধ থাকা মেয়েদের লিগ ফের আগামী শনিবার শুরু হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে এ খবর।

গত মার্চে করোনা সংক্রমণ শুরু হয়েছিল বাংলাদেশে। এরপরই বন্ধ হয়ে যায় খেলার মাঠ। অবস্থা এমন দাঁড়িয়ে ছেলেদের ২০১৯-২০ মৌসুম বাতিল করে বাফুফে। তবে নারীদের ফুটবল লিগ সে পথে হাঁটায়নি ফুটবল কর্তারা।

রোববার বাফুফে জানাল- আগামী ৭ নভেম্বর ফের শুরু হচ্ছে ফুটবলমেয়েদের লিগ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম দিনই লড়বে বসুন্ধরা কিংস ও উত্তর বঙ্গ। বেলা ৩টায় শুরু হবে এই ম্যাচ। বসুন্ধরাই লিগে শীর্ষে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উত্তর বঙ্গ দল।

মেয়েদের পাশাপাশি চলতি মাসে মাঠে নামছে বাংলাদেশের পুরুষ ফুটবলাররাও। ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। দুটি আন্তর্জাতিক ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও খবর