মন জয় না করলেও ম্যাচ জিতল বার্সা

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 12:01:39

ডায়নামো কিয়েভের বিপক্ষে বার্সেলোনাকে ঠিক চেনা গেলো না। আরেকটু হলে তো পয়েন্টই হারাতে যাচ্ছিল ন্যু ক্যাম্পের এই ক্লাব। শেষ অব্দি অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়লেন লিওনেল মেসিরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাম্প নউয়ে বুধবার রাতে ২-১ গোলে জিতেছে ফেভারিটরা। ‘জি’ গ্রুপের ম্যাচে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। শেষ দিকে গোল করে ম্যাচ জমিয়ে তুলে কিয়েভ। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ইউক্রেনের দলটিকে হারিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরার লড়াইয়ে শেষ ষোলোর পথে বার্সা।

বুধবার সেরা দলটি নিয়ে নামতে পারেনি কিয়েভ। চোট, কার্ড আর করোনাভাইরাসের কারণে মূল দলের ১৪ জন ছিলেন না। তারও মন্দ খেলেনি দলটি। বিশেষ করে মেসির সফল স্পট কিকে পঞ্চম মিনিটে বার্সেলোনা এগিয়ে গেলেও দল হাল ছাড়েনি। এটি মেসির এ মৌসুমে তৃতীয় গোল আর তিনটিই পেনাল্টি থেকে।

খেলার ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। এরপর ৭৪তম মিনিটে টিসাইহানকভের গোলে লড়াই জমিয়ে তুলে কিয়েভ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচ জিতলেও ভক্তদের মন অবশ্য জয় করতে পারেনি বার্সা।

এ অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে ফেরেন্সভারোসকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে  রয়েছে দুই নম্বরে।

এ সম্পর্কিত আরও খবর