গার্দিওলা-ক্লপের শিষ্যদের স্বস্তির ড্র

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 10:38:15

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠার সুযোগ ছিল লিভারপুলের সামনে। সেই লক্ষ্যে মাঠেও নেমেছিল কোচ ইয়ুর্গেন ক্লপের দল।

কিন্তু নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে দ্য রেড শিবিরকে ১-১ গোলে রুখে দিয়েছে ম্যানচেস্টার সিটি। যে কারণে সবার ওপরে উঠতে পারেনি ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে জয় ছিনিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছানি দিয়ে ছিল ম্যানসিটিকে। কিন্তু কোচ পেপ গার্দিওলার দল সুযোগটা কাজে লাগাতে পারেনি। কেভিন ডি ব্রুইনে পেনাল্টি মিস করায় জয় থেকে বঞ্চিত হয়েছে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাব।

ম্যাচের ১৩তম মিনিটে  মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিক ম্যানসিটি। ৩১তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে সমতায় ফেরে লিভারপুল। পরে আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লিগের সাবেক-বর্তমান চ্যাম্পিয়নদের। 

তবে হ্যারি কেনের একমাত্র জয় সূচক গোলে প্রিমিয়ার লিগে ঠিকই জয় নিয়ে ফিরেছে অতিথি টটেনহ্যাম হটস্পার। স্বাগতিক ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারিয়েছে কোচ হোসে মরিনহোর দল। 

ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তারকা ইংলিশ স্ট্রাইকার কেন। ইংলিশ লিগে এটি তার ১৫০তম গোল।

এ সম্পর্কিত আরও খবর