আইপিএলের মুম্বাই যেন ফুটবলের ব্রাজিল!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 05:38:42

শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে খেলছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তাতে এই শিরোপাটা তাদের প্রাপ্য ছিল। সেই প্রাপ্য মর্যাদা নিয়েই এবারের আইপিএল থেকে ফিরল মুম্বাই। ফাইনালে ৫ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালসকে। দিল্লির ১৫৬ রানের সাধারণ মানের স্কোরকে সহজেই টপকে গেল তারা। করোনাকালে বায়ো সিকিউরের ঘেরাটোপে দর্শকশূণ্য গ্যালারিতে হওয়া এবারের টুর্নামেন্টে আরো একবার চ্যাম্পিয়ন মুম্বাই।

১৩ বারের টুর্নামেন্টে পাঁচবারই মুম্বাই চ্যাম্পিয়ন। আইপিএলের ট্রফি জেতাকে যেন ডালভাত বানিয়ে ফেলেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। গেলবারও তারাই চ্যাম্পিয়ন ছিল। এবারো শিরোপা ধরে রাখলো। চ্যাম্পিয়ন দল নতুন মৌসুমে খেলতে নামলে সবচেয়ে বেশি চাপ থাকে তাদের কাঁধেই; ট্রফি ধরে রাখার চাপ! দারুণ দক্ষতায় সেই চাপ সামলে মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। কোন সন্দেহ নেই সামনের বছরের আইপিএলেও হট ফেভারিটের ট্যাগ নিয়েই নামবে তারা।

ফুটবলের ব্রাজিল হয়ে উঠেছে যেন আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স! বিশ্বকাপের প্রতিটি আসরে ব্রাজিল নামে সেরা ফেভারিটের মর্যাদা নিয়ে। পেছনের সাফল্যই তাদের এই সন্মান এনে দেয়। ২১ বারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। ১৩টি আইপিএলের পাঁচটিতে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ্বকাপে ব্রাজিল টানা দু’বারও চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সও এবারের আইপিএলে সেই রেকর্ড গড়ে ফেলল। তবে আইপিএল ট্রফি জেতার ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়েও বেশি এগিয়ে অধিনায়ক রোহিত শর্মা।

-কিভাবে?

মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত আইপিএল জিতেছে পাঁচবার। আর ক্রিকেটার রোহিত শর্মা এই ট্রফি জিতেছেন ছয়বার! পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর একবার ডেকান চার্জাসের জার্সি গায়ে। ডেকান চার্জাস অবশ্য এখন আইপিএলে খেলে না। রোনালদো ও মেসি যেমন ফিফার বর্ষসেরা ট্রফি জেতাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন; আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাও এখন ঠিক তাই।

এ সম্পর্কিত আরও খবর