ফিটনেস পরীক্ষায় সাকিব

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 09:49:19

কে বলবে তিনি এক বছর ছিলেন ক্রিকেটের বাইরে? কে বলবে তিনি নিষিদ্ধ ছিলেন ক্রিকেটে?

-ক্রিকেটারটি যখন সাকিব আল হাসান তখন এই বিস্ময়ের জায়গা নেই। এক বছরের নিষেধাজ্ঞা শেষে প্রথম ফিটনেস টেস্টেই বাজিমাত। ফিটনেস পরীক্ষাতে প্রত্যাশা মতো ভাল করলেন।

বিপ টেস্টে ভাল করেছেন সাকিব। একইসঙ্গে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার যোগ্যতা অর্জন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ মাসের শেষদিকে তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটাও নিশ্চিত হয়ে গেল।

বিপ টেস্ট দিতে বুধবার সকালে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন সাকিব। আগের মতোই প্রাণবন্ত। হোম অব ক্রিকেটে বিপ টেস্টে বুঝিয়ে দিলেন তিনিই কেন বিশ্বসেরা। এক বছরেরও বেশি সময় পর ফিটনেস টেস্ট চমকই তো দেখালেন।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য বিপ টেস্টে বেঞ্চমার্ক দেওয়া হয় ১১ নম্বর। বিসিবির সেই বেঞ্চমার্কের কাছাকাছি স্কোর করলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩.৬ পেয়েছিলেন কুমিল্লার পেসার মেহেদী হাসান।

সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে তিনিই বলছিলেন, ‘দেখুন, সাকিব ভালো করেছে। সবকিছুই একদম ঠিক ছিল।’

ইংল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর সময়টা ভাল কাটেনি। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রেখে নিষিদ্ধ ছিলেন এক বছর। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কেটেছে সময়। সেপ্টেম্বরে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শেষে  যুক্তরাষ্ট্রে ফিরে গেলে ওজনও কিছুটা বেড়ে যায়।

তারপরও ফিরে চমক দেখালেন। বুঝিয়ে দিলেন ঝড় তুলতে প্রস্তুত তিনি।

এ সম্পর্কিত আরও খবর