আক্ষেপেই পিএসএল শেষ তামিমের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 21:18:52

ঠিক টি-টোয়েন্টির মেজাজে খেলা হলো না! তিনটি ম্যাচেই একই দৃশ্যপট। উইকেটে থিতু হয়ে যখন ঝড় তুলতে যাবেন তখনই শেষ! শেষটাতেও ঠিক চেনা গেল না তামিম ইকবালকে। তিনি সম্ভাবনা জাগিয়ে ফিরলেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে তার দল লাহোর কালান্দার্স পেলো না বড় পুঁজি। এরপর বাবর আজমের ফিফটিতে শিরোপা জিতে নেয় করাচি কিংস।

মঙ্গলবার রাতে করাচির জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম আসরের ফাইনালে করাচি জেতে ৫ উইকেটে। এবারই প্রথম শিরোপা জিতল দলটি।

অবশ্য ফাইনালে ছিল মাত্র ১৩৫ রানের টার্গেট। যা ৮ বল বাকি থাকতেই তুলে নেয় করাচি।

টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তামিম। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের ব্যাট সেভাবে কথা বলল কোথায়? লাহোরের হয়ে ফাইনালে করলেন ৩৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৫ রান।

এবারের পিএসএলে এর আগের দুই ম্যাচে তামিম করেন ২০ বলে ৩০ ও ১০ বলে ১৮ রান।

এক নজরে এবারের পিএসএল-

চ্যাম্পিয়ন : করাচি কিংস
রানার্স আপ : লাহোর কালান্দার্স
ফাইনাল সেরা : ৪৯ বলে অপরাজিত ৬৩ রান করা করাচি কিংসের বাবর আজম।
টুর্নামেন্ট সেরা: ১২ ম্যাচে ৪৭৩ রান করা বাবর আজম।
সেরা ব্যাটসম্যান : বাবর আজম।
সেরা বোলার : ১২ ম্যাচে ১৭ উইকেট নেওয়া লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদি।
সেরা উইকেটকিপার : লাহোর কালান্দার্সের বেন ডাঙ্ক।
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড : মুলতান সুলতানস।

এ সম্পর্কিত আরও খবর