কাতারে পৌঁছেই করোনা পরীক্ষা জামাল ভূঁইয়াদের

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 17:21:03

নেপালের বিপক্ষে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে কাতারে পা রেখেছে বাংলাদেশ ফুটবল দল। বিকালে রাজধানী দোহাতে পা দিয়েই করোনা পরীক্ষা দিয়েছেন জামাল ভূঁইয়ারা। কয়েক দফা কোভিড টেস্ট হয়েছে তাদের। আপাতত তিনদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের সঙ্গে লড়বে বাংলাদেশ দল। ৪ ডিসেম্বর স্বাগতিকদের সঙ্গে লড়াই জামালদের।

আপাতত কোয়ারেন্টিনে থাকলেও হোটেলে জিম ও সুইমিং করতে পারবেন বাংলাদেশের ফুটবলাররা। তারপরই ২৫ ও ২৮ নভেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। যদিও এখনো প্রতিপক্ষ ঠিক হয়নি।

সেরা দল নিয়ে দোহা যেতে পারেনি দল। নাবীব নেওয়াজ জীবন ইনজুরিতে আর মনজুরুর রহমান মানিক করোনায় আক্রান্ত। এ অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের বিকল্প হিসেবে অন্য কোনও খেলোয়াড় দোহায় পাঠাতে পারে। 

দলের সঙ্গে যেতে পারেন নি হেড কোচ জেমি ডে। করোনাভাইরাসে পজিটিভ জেমি ডে ঢাকায় আইসোলেশনে রয়েছেন। কয়েক দিনের মধ্যে কোচ ডে ও ফুটবলার মানিকের ফের করোনার পরীক্ষা হবে। নেগেটিভ ফল হলে পরবর্তী ফ্লাইটে দোহাতে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

এ সম্পর্কিত আরও খবর