কাতারে করোনা আক্রান্ত বাংলাদেশের ম্যানেজার-ফিজিও

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:39:57

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে পা রেখেই দুঃসংবাদ। কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ হয়েছেন দলের দুই সদস্য। টিম ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার করোনাভাইরাস আক্রান্ত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে বৃহস্পতিবার কাতারের বিমানবন্দরেই নামতেই খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেওয়া হয়। বাফুফের হাতে সেই ফল এসেছে শনিবার। 

আমের ও ফুয়াদের করোনা আক্রান্ত। তবে শনিবার ফের পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

কাতার রওনা দেওয়ার আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করা হয় ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের। যেখানে ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক করোনা পজেটিভ হন। অন্যরা নেগেটিভ হয়েই উড়াল দেন কাতারে।

আসছে ৪ ডিসেম্বর কাতার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের সঙ্গে লড়বে জামাল ভুঁইয়ার দল।

এ সম্পর্কিত আরও খবর