মেহেদি-সোহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং স্কোর

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-13 23:27:34

ভালো শুরু। মাঝে মন্দ। শেষে ভালো। 

রাজশাহীর ইনিংসকে এই ব্যাখ্যায় ফেলা যায়। প্রথম উইকেট হারায় তারা ৩২ রানে, চতুর্থ ওভারে। ইনিংসের অর্ধেক পথে চেহারা ধসে গেল যেন; দশ নম্বর ওভারে ৬৫ রানে নেই ৫ উইকেট। কিন্তু শেষটা হলো দুর্দান্ত। ২০ ওভারে স্কোরবোর্ডে রান দাড়াল ৯ উইকেটে ১৬৯। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর এই স্কোরে সবচেয়ে বড় অবদান লেট মিডলঅর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসানের। ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে এই তরুণের ব্যাট হাসল ৫০ রানের হাসিতে। ৩২ বলে মেহেদির এই হাফসেঞ্চুরিতে চমৎকার সমর্থন দিলেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিনি করলেন ২০ বলে ৩৯ রান। 

এই দুই ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিংয়ে রাজশাহী টুর্নামেন্টে ফেবারিট বেক্সিকো ঢাকাকে ম্যাচ জিততে ১৭০ রানের চ্যালেঞ্জ জানায়। 

মিরপুরে টসে জিতে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম বোলিং বেছে নিয়েছিলেন। ঢাকার বোলারদের মধ্যে সেরা পারফরমেন্স দেখান পেসার মুক্তার আলী। ৪ ওভারে ২২ রানে মুক্তার তুলে নেন ৩ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী ১৬৯/৯ ( আনিসুল ৩৫, মেহেদি হাসান ৫০, সোহান ৩৯, মুক্তার আলী ৩/২২)

এ সম্পর্কিত আরও খবর