ভুল থেকে শেখাটাই ক্রিকেটের সৌন্দর্য: মুশফিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-22 16:17:44

মুশফিকের মনে নিশ্চয়ই সেই পুরনো দুঃখ ফিরে আসছিল, এতো কাছে তবু কত দূরে!

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচ ২ রানে হেরেছে বেক্সিমকো ঢাকা। শেষ ওভারে ম্যাচ হারের ব্যাখ্যায় মুশফিক বলছিলেন- ‘প্রথমত রাজশাহী ও মেহেদিকে অভিনন্দন। আমরা বোলিংয়ে খুব ভালো করতে পারিনি। শুরুটা ভালো করিনি আবার মাঝখানে ভালো করেছি এরপর আবার শেষ দিকে সোহান ও মেহেদি ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। তবে ১৭০ তাড়া করে জেতার মতো স্কোর। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বোলাররা ঠিকভাবে শেষ করতে পারেনি।'

প্রথম ম্যাচে দলের ব্যাটিং নিয়েও অনেক সমস্যা চিহ্নিত করলেন ঢাকা অধিনায়ক-‌ ‌'আমি, আকবর, তামিম, নাঈম সবাই সেট হয়েছি, কিন্তু ফিনিসিং করতে পারিনি। শুরুটাকে বড় করতে হবে। দলের কোন একজন ৬০-৭০ রান করতে পারলে ম্যাচ আমাদের হাতে থাকতো। রাজশাহী শেষ দিকে ভালো বল করেছে। আকবরের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ নতুন ব্যাটসম্যানের জন্য কঠিন ছিল শেষদিকে। কারণ আপনি আশা করতে পারেন না কোনো ব্যাটসম্যান এসেই তিন ছক্কা হাঁকাবে। কৃতিত্বটা মুক্তারের সে শেষ ওভার ছাড়া বাকি সময় খুব ভালো ব্যাট করেছে। আশা করি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারবো। এটাই খেলার সৌন্দর্য। আপনার ভুল থেকে শিখতে হবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।'

এ সম্পর্কিত আরও খবর