পর্যবেক্ষক পাঠাচ্ছে উইন্ডিজ, বিসিবির চোখ দুই ভেন্যুতে

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 22:04:30

জানুয়ারিতেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সেই সিরিজের আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজের দুই প্রতিনিধি। সেই প্রতিনিধি দলের জন্য দুটি ভেন্যু প্রস্তুত রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার তেমনটাই জানালেন বোর্ড পরিচালক আকরাম খান।

করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে জৈব-সুরক্ষা বলয়ে বাংলাদেশে খেলতে আসবে ওয়েস্ট ওয়েস্ট। অবশ্য থেকে এরই মধ্যে কোভিডের মধ্যেই তেমনই একটি সিরিজ খেলেছে দলটি। এবার টাইগারদের সঙ্গে আরেকটি সিরিজের অপেক্ষায় ক্যারিবীয়রা। যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সবই খেলার কথা আছে তাদের। 

বাংলাদেশও এই সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইছে। তার আগে বিসিবির বড় একটা পরীক্ষা দিয়েছে। গত মাসেই হয়েছে প্রেসিডেন্ট’স কাপ। এখন জৈব-সুরক্ষা বলয় তৈরি করে হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। 

এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গণমাধ্যমের মুখোমুখি হলেন বিসিবি পরিচালক আকরাম খান। জানালেন বাংলাদেশের প্রস্তুতি দেখতে আসবেন উইন্ডিজের দুই প্রতিনিধি। বলেন, 'সামনের ২৮ তারিখ আসছে দুই জন। একজন মেডিকেলের, একজন সিকিউরিটি। ভেন্যু যেগুলা আছে- ঢাকা ও চট্টগ্রাম, দুটো জায়গায়ই ওরা যাবে। দেখে ওদের রিপোর্টটা দিবে। কথাবার্তায় আমরা অনেক এগিয়েছি। এই সিরিজটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো।' 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে গ্যালারিতে দর্শক যেতে পারেনি। তবে উইন্ডিজের বিপক্ষে সিরিজে তেমনটা নাও দেখা যেতে পারে। গ্যালারির দর্শক নিয়ে ভাবছে বোর্ড। আকরাম খান জানান, 'আমরা যখন মাঠ বানাই, তখন ১৫-২০ হাজার মানুষের বসার ব্যবস্থা তো করাই আছে। এখানে কিছু করার নাই। আমরা এর আগে একটা টুর্নামেন্ট করেছি। এখন তার চেয়ে বেটার একটা টুর্নামেন্ট শুরু করেছি। আপনারা জানেন আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও অনেক গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু এটা আমাদের জন্য অনেক খারাপ একটা ব্যাপার যে দর্শক আসতে পারছে না। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমরা আবার তাদের প্রবেশ করতে দিতে পারবো।' 

সব হলেও ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা নিশ্চিত নয়। এনিয়ে মঙ্গলবার মিরপুরে আকরাম জানাচ্ছিলেন, 'আমরা চেষ্টা করবো। লিগ একটু ডিফিকাল্ট। ১০-১২টা টিম আছে, প্র্যাকটিস সেশন আছে, বাবল করাটাও কিন্তু ডিফিকাল্ট। বোর্ডের আন্ডারে যে টুর্নামেন্টটা করি যেমন বিপিএল, সেটা কিন্তু দুটা ভেন্যুতে আমরা করতেই পারি। চিন্তাভাবনা আছে, আমরা আলাপ আলোচনা করছি, হয়তবা আপনাদের কিছুদিনের মধ্যে আমরা জানিয়ে দেব।'

এ সম্পর্কিত আরও খবর