করোনা আক্রান্ত বাফুফে সভাপতি সালাউদ্দিন

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:45:23

বাংলাদেশের ফুটবলাঙ্গনে করোনা আতঙ্ক কমছেই না। প্রধান কোচ জেমি ডে অনেক আগেই পজিটিভ। আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলারও। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন কোভিড ১৯ পজিটিভ।

সাবেক এই তারকা ফুটবলার করোনার উপসর্গ থাকায় নমুনা দেন। তারপরই জানা গেল তিন করোনা পজিটিভ।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই তথ্য নিশ্চিত করেন। সামান্য করোনার উপসর্গ থাকায় তিনি আইসোলেশনে ছিলেন। তবে পজিটিভ হলেও এখন শারিরীক কোনো সমস্যা নেই। তারপরও আইসোলেশনে থাকবেন চতুর্থবারের মতো বাফুফে সভাপতি হওয়া সালাউদ্দিন।

তারও আগে বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে করোনা আক্রান্ত হন। তিনবার টেস্ট করিয়েও তিনি পজিটিভ থেকেছেন। তাইতো এই ইংলিশ কোচ এখনো আছেন আইসোলেশনে।

পজিটিভ থাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে কাতারে যেতে পারেন নি জেমি ডে। সেখানেই বিশ্বকাপের প্রাক বাছাইপর্ব খেলতে গেল বাংলাদেশ দল।

এ সম্পর্কিত আরও খবর